USD/CHF সাপ্তাহিক ফরেক্স মার্কেট পূর্বাভাস
০২ অক্টোবর থেকে ০৬ অক্টোবর ২০১৭
টেকনিক্যাল আউটলুকঃ
USD/CHF পেয়ারটিতে ০.৯৭৪১ লেবেল একটি পরিষ্কার এবং প্রতিষ্ঠিত রেজিস্টেন্স
হিসেবে রয়েছে। ইতিমধ্যে সাপোর্ট হিসেবে ০.৯৫৬৩ লেবেলে আছে। মার্কেটে আরও সেল মুডে
থাকবে। আমরা আশাকরি একটি ব্রেক আউট এই রেঞ্জটিকে আরোও শক্তিশালি করে তুলবে। ব্রেক
আউট কিভাবে ঘটবে তার উপর ভিত্তি করে আমরা লাভ বা লসের আশা করতে পারি। উপরের
দিকে মেজর রেজিস্টেন্স হিসেবে ০.৯৮৬১ লেবেল রয়েছে যা শক্তিশালি ফান্ডামেন্টাল ছাড়া
ভাঙ্গা কঠিন হবে। পক্ষান্তরে, ডাউনসাইডে মেজর সাপোর্ট হিসেবে ০.৯৫৬৩ লেবেলে রয়েছে
এবং যতক্ষণ না এই রেঞ্জটি না ভাঙবে ততক্ষণ ট্রেড সাইডওয়েতে চলবে।
ফান্ডামেন্টাল আউটলুকঃ
সুজারল্যান্ডের ডাটা অনুযায়ী এই সপ্তাহটি কিছুটা
ব্যাস্ত ট্রেডিং থাকবে। গতমাসে, সুইজারল্যান্ডের রিটেইল সেলস ০.৭% কমে আসতে দেখা গেছে। এই ডাটায়
মার্কেটে প্রভাব ফেলতে অসম্ভব। ইন্টারেস্টের প্রধান ডাটা পয়েন্ট মাসিক
মুদ্রাস্ফীতির পরিসংখ্যান দেখতে হবে সেক্ষেত্রে সুইজারল্যান্ডের কনজুমার প্রাইস কম
থাকবে। যাইহোক, এই বিশেষ অবস্থা কারেন্সিকে প্রভাবিত নাও করতে পারে যতক্ষণ না ইউরো
শক্তবস্থায় না আসে। এসএনবি’র ত্রিমাসিক মিটিং এর আগে সেন্ট্রাল ব্যাংক সুইস
ফ্রাঙ্ক বিনিময় হারের এই ঘটনাটি নিখুত হতে দেখা যায়।