EUR/USD সাপ্তাহিক ফরেক্স মার্কেট পূর্বাভাস
০২ অক্টোবর থেকে ০৬ অক্টোবর ২০১৭
টেকনিক্যাল আউটলুকঃ
EUR/USD গত ছয় সপ্তাহ ধরে দাম কমেছে এবং শুক্রবারে ১.১৮১৬ পয়েন্টে ক্লোজ
হয়েছে। প্রাইস অ্যাকশান বলছে EUR/USD ডাউনসাইডে কারেকশন চলছে। বর্তমানে, এই
পেয়ারটিতে নতুন রেঞ্জ প্রতিষ্ঠিত হতে দেখা যেতে পারে। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ
রেজিস্টেন্স লেবেল হিসেবে ১৮৪৬-১৮৮০ এর মধ্যে রয়েছে। সাপোর্ট লেভেল হিসেবে ১.১৭৬৫
লেবেল রয়েছে। আমরা আশা করি EUR/USD প্রাথমিকভাবে স্লিপ ব্যাক করবে কিন্তু তার আগে
১৮৪৬ এ প্রাইস রিবাউন্স করতে পারে। স্টোকাস্টিক অসিলেটর থেকে এই অবস্থা দেখা যায়
যে হিডেন বেয়ারিস ডাইভারজেন্স এই ক্ষেত্রে যখন রেঞ্জটি ভাঙবে তখন আমরা আরোও লাভ বা
ক্ষতি আশা করতে পারব।
ফান্ডামেন্টাল আউটলুকঃ
এই সপ্তাহটি ইউরোজোনের জন্য খুবই ব্যাস্ত সপ্তাহ হবে। এই সপ্তাহের ডাটা
থেকে দেখা যাবে সেবা খাতে মাসিক পিএমআই পরিসংখ্যান কেমন হবে। ইউরোজোনের অর্থনৈতিক
অবস্থা চতুর্থ কোয়ার্টারের মধ্যে বৃদ্ধি হবে বলে ধারণা করা হচ্ছে। ইসিবির এই
সপ্তাহে একটি বড় ইভেন্ট হতে পারে যা তার আর্থিক নীতিতে প্রভাব ফেলবে। অক্টোবরে
ইসিবির ঘোষণা হবার পর মার্কেট ব্যাস্ত হয়ে পড়বে। ইসিবির মিটিং এ ইনভেস্টরদের কিছু
গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে পারে।
No comments:
Post a Comment