USD/JPY সাপ্তাহিক ফরেক্স মার্কেট পূর্বাভাস
০২ অক্টোবর থেকে ০৬ অক্টোবর ২০১৭
টেকনিক্যাল আউটলুকঃ
USD/JPY পেয়ারটি গত কয়েক সপ্তাহ ধরে বাই মুডে রয়েছে।
প্রাইস অ্যাকশান অনুযায়ী পেয়ারটি বেশ কয়েকবার ১১২-১১৩ লেবেলে ক্লোজ হয়েছে। আমরা
জানতে পেরেছি যে পেয়ারটি একটি ঊর্ধ্ব গতির ওয়েজ প্যাটার্ন আপ/ডাউন করছে। এই অবস্থা
দামের একটি সংক্ষিপ্ত টার্ম সংশোধনে সাহায্য করবে। রেজিস্টেন্স লেবেল হিসেবে
১১২.৯০ দেখা যাচ্ছে। এই লেবেলে একটি রিটেস্ট একটি রিভারসালের ইঙ্গিত দেবে যার ফল
হিসেবে ঊর্ধ্ব গতির ওয়েজ প্যাটার্নে ব্রেক আউটের নির্দেশ করবে। নিচে সাপোর্ট
হিসেবে ১১০.৯১ লেবেলে আছে। এই স্বল্প মেয়াদের কারেকশন USD/JPY
এর সাপোর্ট লেবেল
প্রতিষ্ঠা হতে চেষ্টা করবে।
ফান্ডামেন্টাল আউটলুকঃ
জাপানের ডাটা থেকে এই সপ্তাহে দেখতে হবে যে, বিওজেএস
কোর মুদ্রাস্ফীতি কেমন এসেছে। গত মাসের বিওজেএস মিটিং নন ইভেন্টে ছিল। যাইহোক,
জাপানিস ইয়েন সম্ভাবত বৃহত্তর থিম হিসেবে ফোকাস হবে। গত সপ্তাহে জাপানিস প্রাইম
মিনিস্টার শিনজো আবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। হিসাব অনুযায়ী যতদুর বলা হচ্ছে তার
দল যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে তিনি পদত্যাগ করবেন। সেক্ষেত্রে উচ্চস্তরের
সঙ্গে জাপানিস ইয়েন একটি সেফ হেভেন কারেন্সি হিসেবে কাজ করতে পারে।
No comments:
Post a Comment