ফরেক্স মার্কেট পূর্বাভাস

Sunday, October 1, 2017

USD/CHF সাপ্তাহিক পর্যালোচনা ০২-০৬ অক্টোবর ২০১৭



USD/CHF সাপ্তাহিক ফরেক্স মার্কেট পূর্বাভাস
০২ অক্টোবর থেকে ০৬ অক্টোবর ২০১৭

টেকনিক্যাল আউটলুকঃ
USD/CHF পেয়ারটিতে ০.৯৭৪১ লেবেল একটি পরিষ্কার এবং প্রতিষ্ঠিত রেজিস্টেন্স হিসেবে রয়েছে। ইতিমধ্যে সাপোর্ট হিসেবে ০.৯৫৬৩ লেবেলে আছে। মার্কেটে আরও সেল মুডে থাকবে। আমরা আশাকরি একটি ব্রেক আউট এই রেঞ্জটিকে আরোও শক্তিশালি করে তুলবে। ব্রেক আউট কিভাবে ঘটবে তার উপর ভিত্তি করে আমরা লাভ বা লসের আশা করতে পারি। উপরের দিকে মেজর রেজিস্টেন্স হিসেবে ০.৯৮৬১ লেবেল রয়েছে যা শক্তিশালি ফান্ডামেন্টাল ছাড়া ভাঙ্গা কঠিন হবে। পক্ষান্তরে, ডাউনসাইডে মেজর সাপোর্ট হিসেবে ০.৯৫৬৩ লেবেলে রয়েছে এবং যতক্ষণ না এই রেঞ্জটি না ভাঙবে ততক্ষণ ট্রেড সাইডওয়েতে চলবে।      

ফান্ডামেন্টাল আউটলুকঃ
সুজারল্যান্ডের ডাটা অনুযায়ী এই সপ্তাহটি কিছুটা ব্যাস্ত ট্রেডিং থাকবে। গতমাসে, সুইজারল্যান্ডের রিটেইল সেলস ০.৭% কমে আসতে দেখা গেছে। এই ডাটায় মার্কেটে প্রভাব ফেলতে অসম্ভব। ইন্টারেস্টের প্রধান ডাটা পয়েন্ট মাসিক মুদ্রাস্ফীতির পরিসংখ্যান দেখতে হবে সেক্ষেত্রে সুইজারল্যান্ডের কনজুমার প্রাইস কম থাকবে। যাইহোক, এই বিশেষ অবস্থা কারেন্সিকে প্রভাবিত নাও করতে পারে যতক্ষণ না ইউরো শক্তবস্থায় না আসে। এসএনবি’র ত্রিমাসিক মিটিং এর আগে সেন্ট্রাল ব্যাংক সুইস ফ্রাঙ্ক বিনিময় হারের এই ঘটনাটি নিখুত হতে দেখা যায়।



       

USD/JPY সাপ্তাহিক পর্যালোচনা ০২-০৬ অক্টোবর ২০১৭



USD/JPY সাপ্তাহিক ফরেক্স মার্কেট পূর্বাভাস
০২ অক্টোবর থেকে ০৬ অক্টোবর ২০১৭

টেকনিক্যাল আউটলুকঃ
USD/JPY পেয়ারটি গত কয়েক সপ্তাহ ধরে বাই মুডে রয়েছে। প্রাইস অ্যাকশান অনুযায়ী পেয়ারটি বেশ কয়েকবার ১১২-১১৩ লেবেলে ক্লোজ হয়েছে। আমরা জানতে পেরেছি যে পেয়ারটি একটি ঊর্ধ্ব গতির ওয়েজ প্যাটার্ন আপ/ডাউন করছে। এই অবস্থা দামের একটি সংক্ষিপ্ত টার্ম সংশোধনে সাহায্য করবে। রেজিস্টেন্স লেবেল হিসেবে ১১২.৯০ দেখা যাচ্ছে। এই লেবেলে একটি রিটেস্ট একটি রিভারসালের ইঙ্গিত দেবে যার ফল হিসেবে ঊর্ধ্ব গতির ওয়েজ প্যাটার্নে ব্রেক আউটের নির্দেশ করবে। নিচে সাপোর্ট হিসেবে ১১০.৯১ লেবেলে আছে। এই স্বল্প মেয়াদের কারেকশন USD/JPY এর সাপোর্ট লেবেল প্রতিষ্ঠা হতে চেষ্টা করবে।

ফান্ডামেন্টাল আউটলুকঃ
জাপানের ডাটা থেকে এই সপ্তাহে দেখতে হবে যে, বিওজেএস কোর মুদ্রাস্ফীতি কেমন এসেছে। গত মাসের বিওজেএস মিটিং নন ইভেন্টে ছিল। যাইহোক, জাপানিস ইয়েন সম্ভাবত বৃহত্তর থিম হিসেবে ফোকাস হবে। গত সপ্তাহে জাপানিস প্রাইম মিনিস্টার শিনজো আবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। হিসাব অনুযায়ী যতদুর বলা হচ্ছে তার দল যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে তিনি পদত্যাগ করবেন। সেক্ষেত্রে উচ্চস্তরের সঙ্গে জাপানিস ইয়েন একটি সেফ হেভেন কারেন্সি হিসেবে কাজ করতে পারে। 


EUR/USD সাপ্তাহিক পর্যালোচনা ০২-০৬ অক্টোবর ২০১৭



EUR/USD সাপ্তাহিক ফরেক্স মার্কেট পূর্বাভাস
০২ অক্টোবর থেকে ০৬ অক্টোবর ২০১৭

টেকনিক্যাল আউটলুকঃ
EUR/USD গত ছয় সপ্তাহ ধরে দাম কমেছে এবং শুক্রবারে ১.১৮১৬ পয়েন্টে ক্লোজ হয়েছে। প্রাইস অ্যাকশান বলছে EUR/USD ডাউনসাইডে কারেকশন চলছে। বর্তমানে, এই পেয়ারটিতে নতুন রেঞ্জ প্রতিষ্ঠিত হতে দেখা যেতে পারে। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রেজিস্টেন্স লেবেল হিসেবে ১৮৪৬-১৮৮০ এর মধ্যে রয়েছে। সাপোর্ট লেভেল হিসেবে ১.১৭৬৫ লেবেল রয়েছে। আমরা আশা করি EUR/USD প্রাথমিকভাবে স্লিপ ব্যাক করবে কিন্তু তার আগে ১৮৪৬ এ প্রাইস রিবাউন্স করতে পারে। স্টোকাস্টিক অসিলেটর থেকে এই অবস্থা দেখা যায় যে হিডেন বেয়ারিস ডাইভারজেন্স এই ক্ষেত্রে যখন রেঞ্জটি ভাঙবে তখন আমরা আরোও লাভ বা ক্ষতি আশা করতে পারব।

ফান্ডামেন্টাল আউটলুকঃ
এই সপ্তাহটি ইউরোজোনের জন্য খুবই ব্যাস্ত সপ্তাহ হবে। এই সপ্তাহের ডাটা থেকে দেখা যাবে সেবা খাতে মাসিক পিএমআই পরিসংখ্যান কেমন হবে। ইউরোজোনের অর্থনৈতিক অবস্থা চতুর্থ কোয়ার্টারের মধ্যে বৃদ্ধি হবে বলে ধারণা করা হচ্ছে। ইসিবির এই সপ্তাহে একটি বড় ইভেন্ট হতে পারে যা তার আর্থিক নীতিতে প্রভাব ফেলবে। অক্টোবরে ইসিবির ঘোষণা হবার পর মার্কেট ব্যাস্ত হয়ে পড়বে। ইসিবির মিটিং এ ইনভেস্টরদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে পারে।