ফরেক্স মার্কেট পূর্বাভাস

Saturday, December 31, 2016

লিভারেজ কি?

ফরেক্স ট্রেডিং স্কুল
Lesson -4
What is leverage?  
লিভারেজ কি?

যখন কেউ কোনো ব্যবসায় বিশেষ করে ফাইনান্সিয়াল মার্কেটে বিনিয়োগ করার চিন্তাভাবনা করে তখন প্রথমেই যে বিষয়টি সামনে চলে আসে তা হচ্ছে বড় পুঁজি। অল্প পুঁজিতে যে কোন ব্যবসা শুরু করা কঠিন এবং অনেক ক্ষেত্রেই ব্যবসায় টিকে থাকা অসাধ্য। এ কথাটি শেয়ার মার্কেট বলেন, বন্ড মার্কেট বলেন অথবা আবাসন শিল্প বলেন সব ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু ফরেক্স মার্কেট এই ক্ষেত্রে ব্যতিক্রম, লিভারেজ নেওয়ার সুবিধার কারনে এখানে কম পুঁজিতে বড় ধরনের ট্রেড করা অনেক সহজ।

লিভারেজ বলতে সাধারণত যা বোঝায় তা হচ্ছে, যা আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট তার চাইতে কয়েকগুণ বড় এমনকি শতগুণ বড় ট্রেড আপনি ওপেন করতে পারবেন। লিভারেজ কিভাবে ফরেক্স ট্রেডে প্রভাব ফেলে তা নিয়ে মূল আলোচনা। আপনি যেহেতু ফরেক্স এ ইনভেস্ট করবেন তাই আপনার ইউএস এর অর্থনৈতিক খবর সবসময় রাখা লাগবে আর রিয়েল এস্টেট ইউএস এর অর্থনীতিতে সবসময় বড় ধরনের ভুমিকা রাখে তাই বিষয়টি ব্যাখ্যা করার জন্য ইউএসএ এর রিয়েল এস্টেট বা আবাসন শিল্পের কথা চিন্তা করা যাক।

ধরাযাক, আপনার কাছে $২০,০০০ আছে কিন্তু আপনি একটি প্রোপার্টি কিনতে চান যার বাজার মূল্য $১০০,০০০ তো আপনি লোন অথবা মরগেজ নেওয়ার জন্য ব্যাংকে যান, ব্যাংক আপনাকে বলে যে আপনি বর্তমান মূল্যে ২০% অর্থাৎ $২০,০০০ ডাউনপেমেন্ট দিয়ে বাড়ির মালিকানা পেতে পারেন, এটি রিয়েল এস্টেট এ লিভারেজ ব্যবহারের উদাহরণ।

আপনি ৫:১ লিভারেজ ব্যবহার করে প্রোপার্টিটির মালিকানা লাভ করেছেন। কারন $২০,০০০ ডাউন পেমেন্ট হচ্ছে $১০০,০০০ এর পাঁচ ভাগের এক ভাগ। ধরাযাক, একবছর পর আবাসন খাতের প্রবৃদ্ধির ঘটে এবং প্রোপার্টিটির দাম বেড়ে হয় $১৪০,০০০ এখন আপনি প্রোপার্টি সেল করে দিলেই আপনার লাভ হয় $৪০,০০০ আপনি যদি ব্যাংক লোন না নিতেন শুধু নিজের $২০,০০০ ব্যবহার করতেনতবে এই প্রোপার্টিটি কখনোই কিনতে পারতেন না। এর চাইতে কম দামে প্রোপার্টি কিনতে হতো এখন দেখা যাক ফরেক্স এর ক্ষেত্রে আপনি কিভাবে লিভারেজ ব্যবহার করতে পারেন।

ধরাযাক, ইনভেস্ট করার জন্য আপনার পুঁজি রয়েছে $১০০০ কিন্তু আপনি সিদ্ধান্ত নেন $১০০,০০০ সমমান মূলের USD/JPY  ট্রেড করার ৭৭.৭০ এক্সচেঞ্জরেট এ যেহেতু $১০০০ হচ্ছে $১০০,০০০ এর ১০০ ভাগের এক ভাগ তাই আপনার এই ক্ষেত্রে যে লিভারেজ ব্যবহার করা লাগবে তার পরিমাণ ১০০:১ অর্থাৎ আপনার লিভারেজ এর পরিমাণ প্রতি $১ এর বিপরীতে $১০০ এখন USD/JPY  দাম বেড়ে হয় ৭৭.৮০ (১০পিপস)

পিপস ভ্যালু ক্যালকুলেশন ফর্মুলা ব্যবহার করে আপনি দেখতে পারেন আপনার টোটাল লাভের পরিমাণ $১২৮.৭ লিভারেজ ১০০:১ ব্যবহারের ফলে আপনি যদি লিভারেজ ব্যবহার না করতেন আপনার লাভের পরিমাণ হত ১.২৮ ইনফ্যাক্ট ফরেক্স এ আপনি বিভিন্ন মাত্রায় লিভারেজ ব্যবহার করে অল্প পুঁজিতে অনেক বড় বড় ট্রেড ওপেন করতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন উচ্চ লিভারেজ যেমন আপনার লাভের পরিমাণ বাড়িয়েদেয় ঠিক তেমন আপনার লসের পরিমাণও বাড়িয়েদেয়। যেমন আগের উদাহরণে আপনি যদি ১০ পিপস লাভ না করে লস করতেন তবে আপনার লসের পরিমাণ হত $১২৮.৭ অর্থাৎ লিভারেজ সব সময় দুইদিকেই কাজ করে ব্যবহার করতে না জানলে নিজেকেই কেটে ফেলবেন। এই কারনেই নতুন ট্রেডারদের সবসময় উচিত জেনে শুনে এবং সঠিক রিস্ক ম্যানেজমেন্ট স্ট্রাটেজি ব্যবহার করে ট্রেড করা


No comments:

Post a Comment