ফরেক্স ট্রেডিং স্কুল
Lesson -8
What is technical analysis?
Lesson -8
What is technical analysis?
টেকনিকাল এনালাইসিস
কি?
প্রথমে
আপনি যদি কোন ফরেক্সের কারেন্সি পেয়ারের চার্ট দেখে থাকেন বা খেয়াল করে থাকবেন
প্রাইস মুভমেন্টে সবসময় একটা আপট্রেন্ড/ডাউনট্রেন্ড থাকে। ফান্ডামেন্টাল এনালাইসিসে
আমরা দেখেছিলাম একটা দেশের বিভিন্ন ইকোনমিক ইনডিকেটরের উপর নির্ভর করে ট্রেডাররা
ট্রেড করে থাকে। টেকনিকাল এনালিস্টরা অতিতের মার্কেট ট্রেন্ড দেখে বর্তমান প্রাইস
মুভমেন্টে স্টাডি করে ফিউচার মার্কেট ট্রেন্ড প্রেডিকশন করার চেষ্টা করে। ইংরেজিতে
আপনি একটা কথা শুনে থাকবেন History tends to repeat itself অর্থাৎ ইতিহাস বার বার প্রতিফলিত হয়। টেকনিকাল এনালাইসিসের উপর ভিত্তি করেই ট্রেড করা
হয়। আমরা আশা করতে পারি পূর্বে যা ঘটেছিল ভবিষ্যতে ও তাই ঘটতে পারে সাধারণত টেকনিকাল
এনালাইসিসে যা হয় একটি সাপোর্ট ও একটি রেসিস্টেন্স লেবেল ক্রস করে এবং এর উপর
ভিত্তি করেই ট্রেডিং করে থাকে। এই সাপোর্ট ও রেসিস্টেন্স লাইন কথাটা মনের ভিতর
গেঁথে ফেলেন কারন আপনি স্টক মার্কেটও ট্রেড করলে এই কনসেপ্ট আপনাকে কাজে দেবে।
যেখানে ধরে নেওয়া হয় যে প্রাইস দুটি নির্দিষ্ট লাইন বা লেভেলের ভিতর যে কোন একটিতে
টাচ করলে রিভার্স করবে এবং তার বিপরীত দিকে ফেরত আসবে। অর্থাৎ এর ভিতরে উঠানামা
করবে। কিন্তু একেকজন একেকভাবে সাপোর্ট ও রেসিস্টেন্স লেবেল ব্যবহার করে থাকে। যাইহোক
টেকনিকাল এনালাইসিসে যে চার্ট ব্যবহার করা হয় তার মাধ্যমে হিস্টোরিকাল ডাটা সবচেয়ে
ভাল উপস্থাপন করা যায়। আপনি ট্রেন্ড এবং প্যাটার্ন বোঝার জন্য চার্টে পূর্বের ডাটা
গুলো দেখতে পারেন যা কিনা আপনাকে মার্কেট সম্পর্কে ভালো আইডিয়া পেতে সাহায্য করতে
পারে। কিন্তু টেকনিকাল এনালাইসিস বিষয়টা পুরোপুরি নির্ভর করে আপনার নিজের উপর
অর্থাৎ আপনি কিভাবে এনালাইসিস করেন তার উপর এককথায় বিষয়টা পুরোপুরি সাবজেক্টিভ।
উদাহরণ
স্বরূপঃ জন ও স্মিথ একই চার্ট দেখে ভিন্ন ভিন্ন ভাবে এনালাইসিস করে মার্কেট পূর্বাভাস
করতে পারে। এখন আপনি যখন টেকনিকাল এনালাইসিসের কথা বলবেন তখন আস্তে আস্তে বিভিন্ন
টুলসের সাথে পরিচিত হবেন। যেমন RSI
(Indicator), Moving Average, Fibonacci, Elliot wave theory, সবগুলো আপনার শিখার দরকার নেই, অনেক ভালো ট্রেডার শুধু
সাপোর্ট ও রেসিস্টেন্স লেবেল দেখে ট্রেড করে। এইক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়
হচ্ছে মার্কেট প্রাইস মুভমেন্ট বুঝা এবং তা দেখে নিজের ট্রেডিং স্ট্রাটেজি তৈরি
করা। টেকনিকাল এনালাইসিস বিষয়টা শিখার আগে ফান্ডামেন্টাল এনালাইসিসের বেসিক জেনে
রাখলে মার্কেট বুঝার ক্ষেত্রে টেকনিকাল এনালাইসিসে সবসময় একধাপ এগিয়ে থাকবেন।
No comments:
Post a Comment