ফরেক্স মার্কেট পূর্বাভাস

Saturday, December 31, 2016

মেটাট্রেডার কি?

ফরেক্স ট্রেডিং স্কুল
Lesson - 6
What is metatrader?
মেটাট্রেডার কি?

আগের লেসনে বলেছিলাম ডেমো অথবা রিয়েল ট্রেডিং করার আগে আপনার একটি সফটওয়্যার এর প্রয়োজন হবে যার নাম মেটাট্রেডারযেটাকে ফরেক্স এর ভাষায় বলা হয় ট্রেডিং টার্মিনাল। প্রায় সব ব্রোকারই মেটাট্রেডার ব্যবহার করে। টার্মিনালটি আপনার কম্পিউটারে ইন্সটল করার পরই আপনার অ্যাকাউন্ট রেডি করে লগইন দিয়ে ট্রেডিং শুরু করতে পারবেন। নিচের লিংক থেকে খুব সহজেই মেটাট্রেডার ডাউনলোড করতে পারবেন। http://www.metatrader4.com

প্রথমে মেটাট্রেডার ডাউনলোড ফর পিসি লিংকে ক্লিক করুন ডাউনলোড হবার পর পিসিতে ইন্সটল করুন আপনি চাইলে স্মার্ট ফোনেও ট্রেড করতে পারবেন তার জন্য এন্ড্রোইড টার্মিনাল ডাউনলোড করুন। আপনার পিসিতে মেটাট্রেডার৪ টার্মিনালটি ইন্সটল করার পর মেটাট্রেডারের ডানপাশে কারেন্সি পেয়ার লিস্ট দেখতে পাবেন। এবং বিভিন্ন কারেন্সিতে ট্রেড নামাতে পারবেন।

ইন্টারনেটে মেটাট্রেডার নিয়ে বিস্তারিত অনেক আলোচনা রয়েছে এবং এর উপর অনেক টিউটোরিয়াল আছে আপনি চাইলে সার্চ করে দেখতে পারেন। নিজে নিজে ডেমো ট্রেড করবেন, যতবেশি ডেমো ট্রেড করবেন ততবেশি এক্সপার্ট হয়ে উঠবেন। ডেমো ট্রেডিং এ যতপারেন ভুল করুন। কারন ভুল না করলে কখনোই শিখতে পারবেন না। 

No comments:

Post a Comment