ফরেক্স ট্রেডিং স্কুল
Lesson -5
Lesson -5
What is Demo Trade?
ডেমো ট্রেড কি?
আগের লেসন গুলোতে দেখেছেন ফরেক্স কি এবং কিভাবে কাজ করে?
পিপস, পেয়ার ও লিভারেজ কি? সুতরাং ধরাযায় যে, আপনি ফরেক্স সম্পর্কে মোটামুটি জানেন
কিন্তু প্রাকটিক্যাল্লি ট্রেড করতে না পারায় অনেক বিসয় এখনও ক্লিয়ার না। তাই
শুরুতে ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন কারন না বুঝে ট্রেড করতে গেলে লস হবার সম্ভবনাই
বেশি। আপনি যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তবে আপনার জন্য সুখবর হচ্ছে আপনি কোন
ইনভেস্টমেন্ট ছাড়াই ফরেক্স ট্রেডিং করতে পারবেন এর জন্য আহামরি কোন কিছুরই দরকার
নেই শুধু একটি কম্পিউটার অথবা স্মার্ট ফোন ও সাথে ভালো ইন্টারনেট কানেকশন থাকলেই
আপনি ট্রেডিং এর জন্য তৈরি। নতুন ট্রেডারদের ট্রেডিং শিখানোর জন্য সব ব্রোকারই
ডেমো ট্রেডিং এর ব্যবস্থা রাখেন। ডেমো অ্যাকাউন্ট মানে হচ্ছে যেখানে রিয়েল
অ্যাকাউন্ট এর মতই সকল সুযোগ সুবিধা থাকে কিন্তু এখানে কোন রিয়েল টাকা থাকেনা।
ডেমোতে সব ভার্চুয়াল মানি থাকে। ডেমো অ্যাকাউন্টে আপনি লস করতে পারেন ইচ্ছামত,
প্রাকটিস এবং এক্সপেরিমেন্ট করতে পারেন নিজের ইচ্ছা অনুযায়ী। এমনকি পুরো
অ্যাকাউন্ট ব্যাল্যান্স জিরো করতে পারেন কোন সমস্যা নেই। এটা শুধুমাত্র আপনার
ট্রেডিং দক্ষতা এবং স্কিল বাড়ানোর জন্য ভাল পদ্ধতি। মনে রাখবেন রিয়েল ট্রেডিং শুরু
করার আগে মিনিমাম ২ মাস ডেমো ট্রেডিং প্রাকটিস করবেন। ডেমো ট্রেডিং করার পর আপনার
যখনই মনে হবে যে আপনি মার্কেট ট্রেন্ড বুঝতে পারছেন এবং প্রফিট করে যাচ্ছেন, তখন
আপনি রিয়েল অ্যাকাউন্টে ইনভেস্ট করে ট্রেডিং করতে পারবেন। ডেমো ট্রেডিং করার জন্য
আপনার দরকার হবে একটা সফটওয়্যার যার নাম হল মেটাট্রেডার৪ এটা সব ব্রোকারে ফ্রি
পাওয়া যায়। এ সম্পর্কে পরবর্তী লেসনে বিস্তারিত জানতে পারবেন।
No comments:
Post a Comment