ফরেক্স ট্রেডিং স্কুল
Lesson -7
Lesson -7
What is
fundamental analysis?
ফান্ডামেন্টাল এনালাইসিস কি?
ফরেক্স
ট্রেডিং স্কুল এর সপ্তম লেসনে আপনাকে স্বাগতম। এই লেসনে জানবেন ফান্ডামেন্টাল
এনালাইসিস কি? এবং প্রফেশনাল
ট্রেডাররা কিভাবে এটি ট্রেডিং এর সময় ব্যবহার করে। সেই সাথে বিস্তারিত জানবেন বিভিন্ন
ইকোনোমিক রিপোর্টস কিভাবে কারেন্সি মার্কেট এ প্রভাব ফেলে। ফান্ডামেন্টাল
এনালাইসিস বলতে একটি দেশের সম্পূর্ণ অর্থনৈতিক অবস্থা কিরকম এবং এর ফলে কারেন্সি
এর উপর কি প্রভাব পড়ে তা বুঝায়। কোন দেশের ইকোনোমিক অবস্থা কেমন তা জানার জন্য
কিছু ইনডিকেটরস থাকে যেমন জিডিপি, মানি সাপ্লাই, সিপিআই CPI (Consumer Price Index), PPI (Producer Price
Index), Inflation, Unemployment এই সব Indicator এর তথ্য রিপোর্ট আকারে সঠিক সময় পর পর Weekly, Monthly, Quarterly
প্রকাশ করা হয়। রিপোর্ট দেখে যদি মনে হয় অর্থনৈতিক ভাল করছে তবে
বিদেশি বিনিয়োগ কারীরা একে বিনিয়োগ করার একটি ভাল সুযোগ মনে করতে পারে। ফলে ঐ দেশে
বিদেশি বিনিয়োগ বাড়বে কিন্তু বিনিয়োগ করার আগে বিদেশি বিনিয়োগ কারীদের অবশ্যই
ক্যাপিটাল ঐ দেশের মুদ্রায় কনভার্ট করে নিতে হবে। অর্থাৎ ঐ দেশের মুদ্রার চাহিদা
বেড়ে যাবে। এই কারনে অর্থনৈতিক রিপোর্ট
দেখে যদি মনে হয় কোন দেশের অর্থনৈতিক ভাল অবস্থানে আছে তবে ঐ দেশের
কারেন্সির দাম ও বেড়ে যাবে।
উদাহরণ স্বরূপ ধরাযাক, ইউএসএ এর ইনভেস্টারদের যদি সাউথ আফ্রিকার অর্থনৈতিক রিপোর্ট দেখে মনে
হয় যে সাউথ আফ্রিকার অর্থনীতি ভাল করছে তবে তারা সাউথ আফ্রিকার মার্কেটে ইনভেস্ট
করার জন্য ইন্টারেস্ট হয়ে পড়বে, তার আগে তাদের ক্যাপিটাল
ডলার থেকে র্যাণ্ড যা সাউথ আফ্রিকার মুদ্রার নাম তাতে কনভার্ট করে নেওয়া লাগবে এর
ফলে র্যাণ্ড এর ডিমান্ড ও দাম বেড়ে যাবে। আবার ধরাযাক, সাউথ
আফ্রিকার নতুন অর্থনৈতিক রিপোর্ট পাবলিশ হলে দেখা গেল এর অর্থনৈতিক ভালো যাচ্ছে না
তখন এর বিদেশি বিনিয়োগকারীরা নিজেদের ক্যাপিটাল উইথড্র করে নিয়ে এবং কোন ভালো
অর্থনৈতিক দেশে বিনিয়োগ করার জন্য নিয়ে যাবে। এর মানে বিনিয়োগকারীরা র্যাণ্ড সেল করে
কারেন্সি ডলারে কনভার্ট করে নিতে চাইবে ফলে র্যাণ্ড এর দাম এবং চাহিদা দুটোই পড়ে
যাবে। ইকোনমিক রিপোর্ট রিলিজ হবার আগে এর ফলে কারেন্সির উপর পজিটিভ বা নেগেটিভ কি
প্রভাব পড়বে তা নিয়ে বিভিন্ন পূর্ব অনুমান চলে এই পূর্ব অনুমানের কারনে অনেকে আগে
থেকে অবস্থান নিয়ে নেন। অর্থাৎ কারেন্সি পেয়ার বাই/সেল করে দেন।
উদাহরণ হিসেবে ধরাযাক, যদি বেশির ভাগ ট্রেডারই মনে করেন এবার সাউথ আফ্রিকার
ইকোনমিক রিপোর্ট ভালো যাবে না বা নেগেটিভ হবে তখন বেশির ভাগ ট্রেডারই র্যাণ্ড সেল
করে দিবে এর ফলে ইকোনমিক রিপোর্ট রিলিজ হবার আগেই র্যাণ্ড এর দাম আরও কমে যাবে এই
ঘটনাকে বলা হয় প্রাইজড ইন অর্থাৎ রিপোর্ট বা ঘটনা ঘটার আগেই মার্কেটে এর প্রভাব
পড়ে গেছে। যদি নিউজ রিলিজের পর অ্যাকচুয়াল রিজাল্ট এবং এক্সপেক্ট রিজাল্ট ভিন্ন হয়
তবে মার্কেট এ বড় ধরনের প্রভাব পড়ে মার্কেট ভীষণ ভোলাটাইল হয়ে উঠে কারণ বেশির ভাগ
ট্রেডারই তখন বুঝতে পারে না কারেন্সির পক্ষে বা বিপক্ষে অবস্থান নিলে ভাল করবেন।
আপনি যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তবে কখনোই রিপোর্ট রিলিজের আগে ও পরে ট্রেড করবেন
না। পরে সময়ের সাথে সাথে অভিজ্ঞ হলে নিজস্ব কোন স্ট্রাটেজি ব্যবহার করে নিউজ ট্রেড
করতে পারেন। সুতরাং ফান্ডামেন্টাল এনালাইসিস হচ্ছে কোন দেশের ইকোনমি অবস্থা
এনালাইসিস করে কারেন্সির উপর কি প্রভাব পড়ে তা নির্ধারণ করার চেষ্টা করে। কোন
দেশের ইকোনমি যদি হতে থাকে তবে স্বাভাবিক ভাবে ধরা যায় এই কারেন্সির ভ্যালু ও
বাড়তে থাকবে।
No comments:
Post a Comment