ফরেক্স ট্রেডিং স্কুল
Lesson -3
Lesson -3
What is Pips?
পিপস কি?
একজন সফল ফরেক্স ট্রেডার হওয়ার জন্য যে সব বিষয় আগে
জানার দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে পিপস কি? পিপ এর এলাবোরেশন করলে যা দাড়ায়
তাহচ্ছে Percentage
in Point এর অর্থ যে কোন
এক্সচেঞ্জ রেটে দামের ভগ্নাংশে ক্ষুদ্রতম এককের পরিবর্তন। এটি সাধারণত দশমিকের পর
চতুর্থ সংখ্যার পরিবর্তনকে বুঝায় যেমন GBP/USD এর বর্তমান এক্সচেঞ্জ রেট হচ্ছে ১.২৩২৯ আর এই পিপস উঠা-নামার
জন্য ফরেক্সে লাভ বা লস হয়ে থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর ব্যাতিক্রম দেখা
যায়, যেমন USD/JPY এবং কিছু কিছু কমোডিটিস
যেমন গোল্ড, ওয়েল, এবং গ্যাস।
উদাহরণ স্বরূপ ধরাযাক, GBP/USD এর বর্তমান এক্সচেঞ্জ রেট হচ্ছে ১.২৩২৯ এবং তা বেড়ে হল
১.২৩৩০ এই ক্ষেত্রে পিপস এর ব্যবধান ১ কারন পিপস গণনার জন্য দশমিকের পর চতুর্থ
সংখ্যা ধরা হয়েছে। আবার ধরাযাক, USD/JPY এর ক্ষেত্রে বর্তমান এক্সচেঞ্জ রেট হচ্ছে ১১৬.৭৪ এবং তা
বেড়ে হল ১১৬.৭৫ এই ক্ষেত্রেও পিপস এর ব্যবধান ১ কারন পিপস গণনার জন্য দশমিকের পর
দ্বিতীয় সংখ্যা ধরা হয়েছে।
No comments:
Post a Comment