ফরেক্স মার্কেট পূর্বাভাস

Saturday, December 31, 2016

ফরেক্স কি? এবং কিভাবে কাজ করে?

ফরেক্স ট্রেডিং স্কুল
Lesson -1
What is Forex and how to work?  
ফরেক্স কি? এবং কিভাবে কাজ করে?

ফরেক্স হচ্ছে বিশ্বের অন্যতম একটি উত্তেজনাপূর্ণ ও গতিশীল আর্থিক বাজার। ফরেক্স বা কারেন্সি ট্রেডিং বলতে সোজা কথায় বিভিন্ন বৈদেশিক মুদ্রার ক্রয় বা বিক্রয় করাকে বুঝায়। প্রতিমুহূর্তে বিভিন্ন বৈদেশিক মুদ্রার যে লেনদেন হচ্ছে তার আন্তর্জাতিক বাজার হচ্ছে ফরেক্স। আপনি যদি ইতিমধ্যে কোন বাইরের দেশে ভ্রমণ করে থাকেন তাহলে আপনি ইতিমধ্যে ফরেক্স ট্রেডিং এ অংশ গ্রহণ করে ফেলেছেন।

উদাহরণ স্বরূপঃ ইউএস বা আমেরিকাতে ভ্রমণ করার সময় সে দেশে খরচ করার জন্য টাকার বিনিময় ডলার ক্রয় করেছেন। কিন্তু অনলাইন ফরেক্স এর সাথে তফাৎ হচ্ছে অনলাইন ফরেক্স এ আপনাকে কোন ফিজিক্যাল কারেন্সি বাই বা সেল করতে হয় না। ফরেক্স মার্কেটের বায়ার/সেলার হতে পারে কোন ব্যাংক/ব্যবসায়িক প্রতিষ্ঠান/অথবা আপনার বা আমার মত কোন সাধারণ ব্যক্তিআপনার মনে প্রশ্ন থাকতে পারে যে বিষয়টি কি ভাবে ঘটে? সবার আগে মনে রাখবেন ফরেক্স এ আপনি কারেন্সি পেয়ার/জোড় আকারে বাই বা সেল করতে পারবেনঅর্থাৎ একটি কারেন্সি বাই করার সাথে সাথে এর কাউন্টার কারেন্সি সেল করবেনআপনি হয়তো জানেন যে বিভিন্ন দেশের মুদ্রার এক্সচেঞ্জ রেট সর্বদাই পরিবর্তনশীল। আবার টিভি নিউজে দেখে থাকবেন যে কখনো ইউএস ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে আবার কখনো টাকা ইউএস ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে। এ রকম পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরীতে হয়-

উদাহরণ স্বরূপঃ EUR/USD পেয়ারের কথা ধরাযাক, আগেই বলেছি একটি কারেন্সি বাই করার সাথে সাথে এর কাউন্টার কারেন্সি সেল হয়ে যায়। এখন আপনি সিদ্ধান্ত নিলেন যে EUR বাই করবেন এবং USD সেল করবেন। এখন বিভিন্ন মার্কেট ফোরস এর কারনে EUR এর দাম USD এর বিপরীতে বেড়ে গেল তখন ট্রেডটা ক্লোজ করার সিদ্ধান্ত নিলেন এবং EUR সেল করে দিলেন এখন EUR এর দামের যে ব্যবধান হল তাই হল আপনার লাভ।

ধরা যাক, আপনার কাছে ১০০ USD আছে যা বিক্রয় করে আপনি ৮০ EUR ক্রয় করেছেনবিভিন্ন মার্কেট ফোরস এর কারনে EUR এর দাম বাড়ার পর তা বিক্রয় করে আপনি ১৩০ USD পেলেন, এভাবে আপনি ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারেন। অর্থাৎ, কারেন্সির মূল্যবৃদ্ধি বা মূল্যহ্রাস এর ফায়দা তুলে লাভ করতে পারেন। ফরেক্স মার্কেটের আরেকটি সুবিধা হল ইন্টারনেট কানেকশান থাকলে আপনি নিজের অ্যাকাউন্টে লগইন করে যে কোন সময়, যে কোন জায়গা থেকে ট্রেড করতে পারেন। তা হতে পারে আপনার অফিস/বাসা অথবা আপনার মোবাইল ফোন।

ফরেক্স এর বিশালতার জন্য ফরেক্স মার্কেট সপ্তাহে পাঁচ দিন ২৪ ঘণ্টা খোলা থাকে। এই সকল বৈশিষ্ট্যের কারনে ফরেক্স বিশ্বের অন্যতম ট্রেডিং মার্কেট এবং এখানে দৈনিক লেনদেনের পরিমাণ ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার, তাই ফরেক্স ট্রেডিং হতে পারে আপনার বেস্ট ক্যারিয়ার চয়েস। কিন্তু অল্প বিদ্যা সব সময় ভয়ংকর হয়, অন্যান্য ব্যবসার মত ফরেক্স ট্রেডিং এও ঝুঁকি থাকে। তাই সব সময় নতুন ট্রেডারদের জন্য বলি তাড়াহুড়া না করে শিখতে থাকুন। আর নলেজ লেভেল বাড়াতে থাকুন।

No comments:

Post a Comment