ফরেক্স ট্রেডিং স্কুল
Lesson -2
Lesson -2
What is Currency Pair?
কারেন্সি পেয়ার কি?
ফরেক্স মার্কেটে আপনি কারেন্সি পেয়ার বাই অথবা সেল
করতে পারবেন। আপনি যখন কোন কারেন্সি পেয়ার ট্রেড করার সিদ্ধান্ত নিবেন তখন আপনি যা
দেখতে পান তা হচ্ছে কারেন্সি পেয়ার গুলোর কিছু সিম্বল যা ট্রেড করার জন্য সব সময়
রয়েছে। উদাহরণ হিসেবে আপনি যদি ব্রিটিশ পাউন্ড বা GBP এর বিপরীতে ইউএস
ডলারে বা USD ট্রেড করতে যান তখন যা
দেখবেন GBP/USD (£)পাউন্ড, ($)ডলার সিম্বল অর্থাৎ কারেন্সি পেয়ার মানে হচ্ছে দুইটা
কারেন্সির অনুপাত। এই অনুপাতের প্রথম যে কারেন্সি তাকে বলা হয় বেস কারেন্সি আর
দ্বিতীয় কারেন্সিকে বলা হয় কাউন্টার কারেন্সি এখানে বেস কারেন্সি হচ্ছে ব্রিটিশ
পাউন্ড GBP
এবং
কাউন্টার কারেন্সি ইউএস ডলার USD
ফরেক্সে যে পেয়ার গুলো সবচেয়ে বেশি ট্রেড হয় তা
মেজর পেয়ার নামে পরিচিত এর ভিতরে পরে EUR/USD, GBP/USD, AUD/USD, NZD/USD, USD/CHF,
USD/JPY, USD/CAD আপনি খেয়াল করে থাকবেন এই
পেয়ারর গুলোর সব গুলোর মধ্যে USD রয়েছে। ফরেক্স মার্কেটের আনুমানিক ৮৫% ট্রেডিং
এই মেজর পেয়ার গুলোর মাধ্যমে হয়ে থাকে এবং বেশি ভলিউমে ট্রেডিং ও হাই লিকুইডিটির
কারনে এই সব কারেন্সি পেয়ারের দাম সবসময় অস্থিতিশীল থাকে এবং খুব বেশি উঠা-নামা
করে। এই কারনে এই সকল কারেন্সি পেয়ার ট্রেডিং এ অনেক সুবিধা থাকে কিন্তু সেই সাথে
ঝুঁকিও অনেক বেশি থাকে। মেজর কারেন্সি পেয়ার ছাড়াও আপনি অনেক কারেন্সি পেয়ারে
ট্রেড করতে পারেন যা ক্রস পেয়ার নামে পরিচিত। ক্রস পেয়ার গুলোতে USD থাকে না। কিন্তু অন্য প্রধান কারেন্সিগুলো থাকে। যেমন GBP/CHF, EUR/CHF,
EUR/JPY, NZD/JPY, CAD/JPY মেজর ও ক্রস পেয়ার
বাদ দিলে শেষে যে পেয়ারগুলো থাকে সেগুলোকে বলা হয় Exotics পেয়ার। Exotics পেয়ার গুলোতে প্রধান
কারেন্সির সাথে পরিপূরক হিসেবে কোন emerging market এর কারেন্সি থাকে। যেমন EUR/HKD, EUR/ZAR, USD/MXN, USD/SGD, USD/ZAR এখানে অল্প কিছু
পেয়ারের নাম পেয়েছেন আপনি ট্রেডিং শুরু করার সাথে সাথে আরো অনেক পেয়ারের সাথে
পরিচিত হবেন।
No comments:
Post a Comment